WELLCOME BACK
বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ( বিটিআরসি) এর ৯ জুলাই ২০২৫ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ১৮ জুলাই সকল গ্রাহককে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে দেওয়া হবে। আরো জানানো হয় যে জুলাই আন্দোলন এর স্মরণে সরকারিভাবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৯ জুলাই (বুধবার) সকল অপারেটরদের কে এ নির্দেশ দেয় বিটিআরসি। অর্থাৎ সকল অপারেটরের গ্রাহকই এ অফারের অন্তর্ভুক্ত থাকবে।
আরো বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং গত ৮ জুলাই কমিশনের ভাইস চেয়ারম্যানের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, এবং জন আকাঙ্ক্ষা পূরণ ও জনস্বার্থে আঠারোই জুলাই কে ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রি ইন্টারনেট ডে উপলক্ষে এই দিনে সকল গ্রাহককে এক জিবি করে ফ্রি ইন্টারনেট দেওয়া হবে।
গ্রাহকরা যে ইন্টারনেট প্যাকেজটি পাবেন সেটি থাকবে ৫ দিন মেয়াদী। সিদ্ধান্ত অনুযায়ী সকল মোবাইল অপারেটর রাই ১৮ জুলাই গ্রাহকদের এই ৫ দিন মেয়াদী ১ জিবি ডাটা ফ্রি দেবে। এছাড়াও অপারেটরগুলো গ্রাহকদের ফ্রি ডাটা দেওয়ার বিষয়টি এসএমএস এর মাধ্যমে আগেই জানিয়ে দেবেন।
৯ জুলাই ( বুধবার) রাত নয়টার পরে বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি তার পোস্টে আরো লিখেছেন,
“ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন( বিটিআরসি)।”
Leave a Comment
Notice ⚠️Don;t make any nasty comments.
By Noticed Abir Ahmad 𝓐𝓫𝓲𝓻 𝓐𝓱𝓶𝓪𝓭 🅰🅱🅸🆁 🅰🅷🅼🅰🅳 🄰🄱🄸🅁 🄰🄷🄼🄰🄳